ঢাকা | অক্টোবর ২৬, ২০২৪ - ৪:৫৪ অপরাহ্ন

বিডিএস ভর্তি পরীক্ষায় রাজশাহীর ছয় কেন্দ্রে অনুপস্থিত ১৬৬৬ জন

  • আপডেট: Friday, April 22, 2022 - 10:25 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর ছয়টি কেন্দ্রে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) কোর্সের প্রথম বর্ষে ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত একঘণ্টা ২০২১-২২ শিক্ষাবর্ষের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছয় কেন্দ্রে ১ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষ ডা. নওশাদ আলী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রামেক ছাড়াও রাজশাহী কলেজ, রজাশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী সরকারী সিটি কলেজ এবং রাজশাহী সরকারী মহিলা কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসব কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৯ হাজার ২৮৬ জন। এরমধ্যে ৭ হাজার ৬২০ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। বাকি ১ হাজার ৬৬৬ জন পরীক্ষায় অংশ নেননি। পরীক্ষা চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ হয়েছে বলেই জানান তিনি।