ঢাকা | মে ২, ২০২৪ - ১০:০৮ পূর্বাহ্ন

শাহবাজের ৩ মন্ত্রীকে শপথ পড়ালেন পাকিস্তানের প্রেসিডেন্ট আলভী

  • আপডেট: Friday, April 22, 2022 - 2:50 pm

অনলাইন ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে শপথ পড়াতে ‘অস্বস্তি’র দোহাই দেওয়া দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী নতুন মন্ত্রিসভার তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীকে শপথ পড়িয়েছেন।

শুক্রবার প্রেসিডেন্টের বাসভবন আইওয়ান-ই-সদরে তাদের শপথ পড়ানো হয়। খবর ডন ও জিও টিভির।

শপথ নেওয়া তিন মন্ত্রী হলেন— পিএমএল-কিউর চৌধুরী ছালিক হোসাইন, পিএমএল-এন এর জাভিদ লতিফ ও বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গালসের (বিএনপি) আঘা হাসান বালুচ।

এ সময় বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গালসের (বিএনপি) মুহাম্মদ হাশিম নোতেযাইকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ান প্রেসিডেন্ট।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উপস্থিত ছিলেন।

সম্প্রতি প্রেসিডেন্ট আলভী প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফ ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে নিজের অপারগতার কথা জানান। এর পর সিনেটের চেয়ারম্যান সাদিক সাঞ্জারানি আলভীর পরিবর্তে সাংবিধানিক দায়িত্বটি পালন করেন।

সোনালী/জেআর