ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৯:২২ পূর্বাহ্ন

রাজশাহী জেলা আ.লীগের উদ্যোগে ইফতার মাহফিল

  • আপডেট: Friday, April 22, 2022 - 11:23 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর একটি রেস্তোরাঁর এর আয়োজন করা হয়নি। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকারের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারাসহ উপদেষ্টা মন্ডলীর নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলাধীন সংসদীয় আসনসমূহের সাংসদবৃন্দ, আওয়ামী লীগের জেলা পর্যায়ের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ, জেলাধীন সকল উপজেলা আওয়ামী লীগ-পৌর আওয়ামী লীগ-ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ, দলীয় মনোনয়ন ও সমর্থনে নির্বাচিত এবং মনোনয়নপ্রাপ্ত সর্বস্তরের জনপ্রতিনিধিবৃন্দ অংশ নেন।