ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ৯:০৫ অপরাহ্ন

রাজশাহীতে ২০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

  • আপডেট: Friday, April 22, 2022 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলায় ২০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার চক মোক্তারপুর চকপাড়া গ্রামের মো. বাবুর বাড়িতে এ অভিযান চালায়।

গ্রেপ্তার দুজন হলেন- চক মোক্তারপুর চকপাড়া গ্রামের রাকিবুল ইসলাম (২৩) ও হলিদাগাছী হাইস্কুল পাড়া গ্রামের নাহিদ ইসলাম ওরফে এনামুল (২১)। রাজশাহী জেলা ডিবি পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের সময় বাড়ির মালিক বাবু পালিয়েছেন। অন্য দুজনকে ২০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় তিনজনের বিরুদ্ধেই চারঘাট থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম।