ঢাকা | অক্টোবর ১৮, ২০২৪ - ৯:১৯ পূর্বাহ্ন

রাজশাহীতে বৃষ্টির পর শীতলতা

  • আপডেট: Friday, April 22, 2022 - 10:59 pm

 

স্টাফ রিপোর্টার: আকাশে মেঘ উড়ে বেড়াচ্ছিল। রোদের কারণে ঝলমলে আবহাওয়াও ছিল। তবে হঠাৎই সূর্যের আলো হারিয়ে গেল। শুরু হলো বৃষ্টি। শুক্রবার বিকালে রাজশাহীতে এভাবেই বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ খুব বেশি না। তবে বৃষ্টির পর রাজশাহীর আবহাওয়া শীতল হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক রাজীব খান জানান, বিকাল ৩টা ৫ মিনিটে হঠাৎই বৃষ্টি শুরু হয়। চলে ৪টা পর্যন্ত। এই সময়ের মধ্যে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গত ১৫ এপ্রিল রাজশাহীতে ছয় বছরের মধ্যে সর্বোচ্চ ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

দীর্ঘ খরার পর গত বুধবার ভোরে রাজশাহীতে ১৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। মাঝারি ধরনের এই বৃষ্টিপাতের পর রাজশাহীর তাপমাত্রা কিছুটা কমে। পরদিন বৃহস্পতিবারও তাপমাত্রা কিছুটা কম ছিল। বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার বৃষ্টির আগেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির পর আবহাওয়া শীতল হয়েছে।