ঢাকা | নভেম্বর ১৭, ২০২৪ - ২:০৫ অপরাহ্ন

মানবমুক্তির সংগ্রামে লেনিন পথপ্রদর্শক হয়েই থাকবেন

  • আপডেট: Friday, April 22, 2022 - 11:45 pm

স্টাফ রিপোর্টার: মানবমুক্তির সংগ্রামে লেনিন আজও পথপ্রদর্শক। লেনিনের শিক্ষা চিরকাল অনুসরণীয় হয়ে থাকবে। শ্রমিকশ্রেণীর চেতনায় ও সংগ্রামে তিনি চিরভাস্বর। রুশ বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের ১৫২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

শুক্রবার সন্ধ্যায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা বক্তারা বলেন, শোষিত, নিপীড়িত, মেহনতি মানুষের মুক্তি ও অর্থনৈতিক ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থায় যে পথ দেখিয়ে গিয়েছেন সে পথেই রাষ্ট্র পরিচালনা করতে হবে। লেনিনের শিক্ষা সমাজে বিস্তার করতে হবে। তা না হলে সমাজে শান্তি ও উন্নয়ন আসবে না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির সম্পাদমণ্ডলীর সদস্য অ্যাড. এন্তাজুল হক বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির নগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সিরাজুর রহমান খান, আবদুল মতিন, নাজমুল করিম অপু, মনিরুদ্দিন পান্না, মনিরুজ্জামান মনির প্রমুখ।