ঢাকা | নভেম্বর ২৭, ২০২৪ - ১০:৫৮ অপরাহ্ন

ব্রাজিলে প্রশিক্ষণ নিতে যাচ্ছে রাজশাহীর তিন কিশোর ফুটবলার

  • আপডেট: Friday, April 22, 2022 - 11:04 pm

স্টাফ রিপোর্টার: উন্নত প্রশিক্ষণ নিতে ফুটবলের তীর্থভূমি ব্রাজিলে যাচ্ছে রাজশাহীর তিন কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-১৭ খেলোয়াড় হিসেবে সারাদেশ থেকে ব্রাজিল যাওয়ার সুযোগ পেয়েছে ১৫ ফুটবলার। এদের মধ্যে সেরা ১১ জনের তিনজন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়।

এই তিন খেলোয়াড় হলেন- রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর এলাকার ফরহাদ, মোহনপুর উপজেলার ধুরইল এলাকার আবির হাসান এবং পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিবাস কুজুর। বৃহস্পতিবার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবদুল জলিল তার কার্যালয় থেকে এই তিনজনকে আর্থিক সহায়তা দিয়েছেন।

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৭ ক্যাটাগরিতে অধিকতর উন্নত প্রশিক্ষণ নিতে ব্রাজিলে যাওয়ার উদ্দেশে সারাদেশ থেকে ৪০ জন খেলোয়াড় একটি প্রতিযোগিতায় অংশ নেয়। সেখান থেকে ১৫ জন বাছাই করে ক্রীড়া মন্ত্রণালয়। এর মধ্যে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার তিনজন। আগামী মাসে ব্রাজিলের সোসিয়েদাদ স্পোর্তিভো দ্য গামা ক্লাবের সঙ্গে অনুশীলন করবে তারা।