ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৯:৩৪ অপরাহ্ন

রাজশাহীতে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং কার্যক্রম

  • আপডেট: Friday, April 22, 2022 - 10:20 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর হড়গ্রাম বাজার, সাহেববাজার ও নিউমার্কেট এলাকায় তারা মাংসের দোকান, কাপড়ের দোকান, জুতার দোকান, মুদি দোকান, গ্যাসের দোকান, ফার্মেসী ও মিষ্টির দোকানে দ্রব্যমূল্য মনিটরিং করেন।

শিরোইল বাস স্ট্যান্ড এলাকায় অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্যও তারা মাইকিং করেন।