ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:০৫ অপরাহ্ন

রাজশাহীতে পুলিশের কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

  • আপডেট: Thursday, April 21, 2022 - 9:47 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে  এএসআই ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যদের দুই সপ্তাহ মেয়াদী বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্সের সনদ বিতরণী ও কোর্স সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ তারিকুল ইসলাম।

তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট ও কোর্সের প্রথম স্থান অর্জনকারীকে ক্রেস্ট প্রদান করেন এবং কোর্স সম্পর্কে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে কোর্সের সমাপ্ত ঘোষণা করেন। সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুন নাহার। অনুষ্ঠানে ভাল কাজের জন্য তাকেও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক মো. খালেদ হোসেন। এ সময় ট্রেনিং সেন্টারে কর্মরত অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।