ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৭:২৮ পূর্বাহ্ন

মোহনপুরে আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট: Thursday, April 21, 2022 - 10:17 pm

মোহনপুর প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে মোহনপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার মোহনপুর সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজের পরিচালনায় অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ আয়েন উদ্দিন, বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, মোহনপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুস্তম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহীদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আল আমিন বিশ্বাস, আব্দুল মান্নান, হযরত আলী, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোরশেদ আলম প্রমুখ।