ঢাকা | মে ১৫, ২০২৫ - ৭:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি, বিশ্বজুড়ে মানবিক বিপর্যয়ের আশঙ্কা

  • আপডেট: Thursday, April 21, 2022 - 8:01 pm

 

অনলাইন ডেস্ক: কোভিড মহামারীর কারণে বিশ্বজুড়ে বেড়ে গেছে খাদ্যপণ্যের দাম। এমতবস্থায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যদি চলমান থাকে, তাহলে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি পুরো বিশ্বে মানবিক বিপর্য্য় ডেকে আনবে বলে আশঙ্কা করছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।

বিবিসির অর্থনীতি বিষয়ক সম্পাদক ফাইসাল ইসলামকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর মার্চে বিশ্বজুড়ে খাদ্যশস্য, ভোজ্য তেল, দুধ ও দুগ্ধজাত পণ্য, মাংস ও চিনির দাম বেড়েছে ১৩ শতাংশ। নিঃসন্দেহে যা গত ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির রেকর্ড।

তার মতে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য শুধু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দায়ী নয়। বরং কোভিড মহামারীতে সৃষ্ট সঙ্কটকে আরো বাড়িয়ে তুলেছে এই যুদ্ধ।

ডেভিড ম্যালপাস আরো বলেন, যুদ্ধ যদি চলতে থাকে তাহলে এর প্রভাবে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিও অব্যাহত থাকবে এবং আমাদের হিসেব অনুযায়ী, এই বৃদ্ধির হার দ্রুত ১৩ শতাংশ থেকে ৩৭ শতাংশে পৌঁছাবে। আর এতে সবচেয়ে বেশি ভূগবে দরিদ্র লোকজন যাদের দৈনন্দিন খাদ্য জোগাড়ের জন্য কঠোর পরিশ্রম করতে হয় এবং খাদ্য কেনার পর হাতে প্রায় কোনো সঞ্চয় থাকে না।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS