ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৫:১২ অপরাহ্ন

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৪৫

  • আপডেট: Thursday, April 21, 2022 - 7:57 pm

 

অনলাইন ডেস্ক:  গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই থাকল।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৫ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৭৬ শতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় শনাক্ত হন ৪৫। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৪৮৫ জন, যাতে মোট শনাক্তের হার ১৪.০০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬৯ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯২ হাজার ৪৪৩ জন।