ওজনে কম দেওয়ায় রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা
স্টাফ রিপোর্টার: ওজনে দই কম দেওয়ার অপরাধে ‘রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ক্রেতার অভিযোগের সত্যতা পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানটিকে জরিমান করেন।
হাসান-আল-মারুফ জানান, কয়েকদিন আগে সৈয়দ মাহমুদ আহমেদ নামের এক ক্রেতা রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার থেকে ১৯০ টাকায় ১ কেজি ৪০০ গ্রাম দই কেনেন। কিন্তু এর ওজন নিয়ে তার সন্দেহ হয়। তিনি ওজন করে দেখেন ৩০০ গ্রাম ওজন কম। এ নিয়ে তিনি গত ৭ এপ্রিল ভোক্তা অধিকারে লিখিত অভিযোগ করেন।
বৃহস্পতিবার ভোক্তা অধিকার কার্যালয়ে উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি হয়। তখন রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিনিধি অনিক সরকার ওজনে কম দেওয়ার অভিযোগ স্বীকার করেন। এ কারণে ওজনে কারচুপির অভিযোগে প্রতিষ্ঠানটিকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সরকারি বিধি অনুযায়ী, অভিযোগকারী জরিমানার ২৫ শতাংশ অর্থ পেয়েছেন। তাকে ১ হাজার ২৫০ টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।