ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৭:৪৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পেলেন ১০ করোনাযোদ্ধা

  • আপডেট: Thursday, April 21, 2022 - 9:20 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর ১০ জন করোনাযোদ্ধা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান পেয়েছেন। এরা নগরীর তেরখাদিয়া এলাকার ‘রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অব পিপলস’ নামের একটি সংগঠনের সদস্য। করোনাকালে স্বেচ্ছাশ্রমে নমুনা সংগ্রহ করতেন তারা।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক আবদুল জলিল প্রধান অতিথি হিসেবে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় জেলা প্রশাসক বলেন, করোনা মহামারির মধ্যেও গতবছর স্বেচ্ছায় নমুনা সংগ্রহকারীরা সাহসিকতার সাথে কাজ করেছেন। তাদের অবদানের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই আর্থিক অনুদান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী উপস্থিত ছিলেন।