ঢাকা | জানুয়ারী ৭, ২০২৫ - ৮:৩৯ পূর্বাহ্ন

ঈদ উপহার পেল রাজশাহী শিশু বিকাশ কেন্দ্রের ২২০ শিশু

  • আপডেট: Wednesday, April 20, 2022 - 9:11 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী শিশু বিকাশ কেন্দ্রের ২২০ জন শিশুকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে। বুধবার সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের হাতে হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি এর আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক আবদুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালিয়া লেডিস ক্লাবের সহ-সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মিনী তাহমিনা রহমান শিশির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, জেলা শিশু কর্মকর্তা মনজুর কাদের প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রের উপস্থাপক আবদুর রোকন মাসুম।