২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ ৯ জুন
অনলাইন ডেস্ক: জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করা হবে আগামী ৯ জুন। বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি হবে তার চতুর্থ বাজেট এবং আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ১৪তম বাজেট।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, আমরা আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট তৈরি করছি। সকল শ্রেণীর মানুষের জন্য বাজেট প্রণয়ন করা হচ্ছে। নতুন বাজেট জনগণের ওপর যেন চাপ বৃদ্ধি না করে, সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে।
জানা গেছে, বাজেট পেশের ২ বা ৩ দিন আগে সংসদে অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধান অনুয়ায়ী বাজেট অধিবেশন আহ্বান করবেন। প্রস্তাবিত বাজেট ৩০ জুনের মধ্যে পাস করার বাধ্যবাধকতা রয়েছে। গত বছর করোনার মধ্যে ৩ জুন চলতি অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।