ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৯:৪৪ পূর্বাহ্ন

মাটি পরিবহনে রাস্তা নষ্ট, ইটভাটা মালিককে তিন লাখ টাকা জরিমানা

  • আপডেট: Wednesday, April 20, 2022 - 9:02 pm

স্টাফ রিপোর্টার: ইটভাটার মাটি পরিবহনে নষ্ট হচ্ছে রাজশাহীর গ্রামীন রাস্তা। ট্রাক্টরে অতিরিক্ত মাটি তোলার কারণে তা ছড়িয়ে পড়ছে রাস্তায়। এতে চলাচলে দুর্ভোগ হয় স্থানীয়দের। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা তেমন একটা নেওয়া হয় না। তবে এবার রাস্তা নষ্টের অপরাধে তিন লাখ টাকা জরিমানা গুণলেন জেলার পুঠিয়া উপজেলার এক ইটভাটা মালিক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাই মোহাম্মদ আনাছ বুধবার সকালে ইটভাটায় গিয়ে এ দণ্ড দেন। এই ইটভাটাটি পুঠিয়ার ধোকড়াকুল এলাকায়। ইটভাটার মাটি পরিবহনের কারণে পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের প্রায় আধা কিলোমিটার রাস্তা নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। অভিযোগ পেয়ে ইউএনও এই অভিযান চালান।

ইউএনও জানান, ইটভাটার মাটি পরিবহনের সময় রাস্তায় পড়েছে। বুধবার ভোরে বৃষ্টির কারণে কাঁদাও হয়েছে। সকালে মোটরসাইকেল নিয়ে এক ব্যক্তি পড়ে জখম হয়েছেন। এরপরই তিনি এ বিষয়ে অভিযোগ পান। তিনি সরেজমিনে গিয়ে বিষয়টির সত্যতা পাওয়ায় ‘এমআর’ নামের এই ইটভাটাটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড। তবে ভাটা মালিক জের মোহাম্মদ জরিমানার টাকা পরিশোধ করেছেন।

তিনি আরও জানান, রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য কেউ সরকারি রাস্তার ক্ষতি করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।