অজ্ঞাত বৃদ্ধার সমাধি সম্পন্ন করল কোয়ান্টাম ফাউন্ডেশন
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত অজ্ঞাত বৃদ্ধার মরদেহ সমাধি সম্পন্ন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে মৃত্যুবরণ করেন ওই বৃদ্ধা।
গত বছরের ৯ সেপ্টেম্বর বেলা সোয়া ১১টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিচয় না শনাক্ত হওয়ায় এতদিন তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো। সবশেষ তিনি গত মঙ্গলবার হাসপাতালে মারা যান।
অজ্ঞাত ওই নারীর কোন আত্মীয়-স্বজনের খোঁজ না পাওয়ায় ওই বৃদ্ধার সমাধি সম্পন্ন করল কোয়ান্টাম ফাউন্ডেশন।