ঢাকা | জানুয়ারী ১৯, ২০২৫ - ১১:৪০ অপরাহ্ন

পবায় উপজেলা যুবলীগের ইফতার মাহফিল

  • আপডেট: Tuesday, April 19, 2022 - 11:27 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কাশিয়াডাঙ্গা কলেজে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক এমদাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলী আজম সেন্টু, সহসভাপতি মাহমুদুল হাসান ফয়সাল সজল, মোজাহিদ হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, মামুন আর রশিদ মাসুম, দপ্তর সম্পাদক পল্লব, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু মুছা।

পবা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পবা উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ, হড়গ্রাম ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুদ রানা পিন্টু, হরিপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, হরিয়ান ইউনিয়ন যুবলীগ সভাপতি জনি ইসলাম। উপস্থিত ছিলেন পবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দ।