ঢাকা | জানুয়ারী ১৯, ২০২৫ - ১:৩৩ পূর্বাহ্ন

সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা যুবক গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, April 19, 2022 - 10:46 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অন্যত্র বিয়ে ঠিক হাওয়ায় সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করার অভিযোগে সোহানুর রহমান সোহান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে রাজশাহীর পবা থেকে তাকে গ্রেপ্তার করে নগরীর বোয়ালিয়া থানা-পুলিশ।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহানের বাড়ি নগরীর হেতেমখাঁ এলাকায়। একই এলাকার তামান্না সরদার উর্মি (২২) নামের এক তরুণীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। কয়েকবছর আগে ছাড়াছাড়ি হয়ে গেছে।

সম্প্রতি তামান্নার পরিবার তার আবারও বিয়ে ঠিক করে। আগামী ৬ মে বিয়ের দিন ঠিক আছে। এ খবর জানতে পেরে ক্ষিপ্ত হয়ে সোহান গত রোববার দিবাগত রাত ৯টার দিকে হেতেমখাঁ এলাকায় রিকশা অবরোধ করে তামান্নার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে।

পরে স্থানীয়রা তামান্নাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সোহানের বিরুদ্ধে তামান্নার বাবা নবাব সরকার একটি মামলা করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোহানকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।