ঢাকা | মে ৯, ২০২৪ - ৪:২৫ পূর্বাহ্ন

রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে: পুতিন

  • আপডেট: Tuesday, April 19, 2022 - 2:35 pm

অনলাইন ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে।

সোমবার পুতিন বলেন, পশ্চিমারা ভেবেছিল, (রাশিয়ার) আর্থিক ও বাণিজ্যিক প্রক্রিয়া খুব দ্রুতই ভেঙে পড়বে; বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়বে; ব্যাংকিং ব্যবস্থা ধসে যাবে; সেইসঙ্গে দোকানে পণ্যের মজুত ব্যহত হবে।

রাশিয়ান নেতা শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তাদের সাথে একটি ভিডিও কল চলাকালে এসব কথা বলেন, যা টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছিল।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার কর্পোরেট এবং আর্থিক ব্যবস্থার উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে। বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার কবলে থাকা দেশ এখন রাশিয়া।

সোনালী/জেআর