ঢাকা | জানুয়ারী ১৯, ২০২৫ - ১২:২৬ অপরাহ্ন

পবায় ব্ল্যাক বেঙ্গল প্রদর্শনী

  • আপডেট: Tuesday, April 19, 2022 - 11:09 pm

স্টাফ রিপোর্টার: পবায় ব্ল্যাক বেঙ্গল গোট ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সটেনশন প্রজেক্টের আওতায় চুক্তিবদ্ধ খামারীদের নিয়ে ব্ল্যাক বেঙ্গল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেনারি হাসপাতালের আয়োজনে প্রদর্শণীর ১২টি স্টলে ১২ জন খামারি অংশ নেন। এর মধ্যে দুইজনকে পুরস্কৃত করা হয়। উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার আখতার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ভেটেনারী সার্জন ডা. খন্দকার সাগর আহমেদ।