ঢাকা | জানুয়ারী ১৮, ২০২৫ - ৬:৫৬ অপরাহ্ন

ডাস্টবিনে সাম্প্রদায়িকতা ফেলে দেওয়ার আহ্বান

  • আপডেট: Tuesday, April 19, 2022 - 10:42 pm

স্টাফ রিপোর্টার: ‘আসুন অমরা আবর্জনা এবং সাম্প্রদায়িকতা দুটোই এখানে ফেলি।’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্থাপন করা নতুন ডাস্টবিনের গায়ে এমন কথায় লেখা আছে। প্রাক্তন ছাত্রদের সংগঠন রাজশাহী বিশ^বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অস্ট্রেলিয়া শাখা এমন ডাস্টবিন দিয়েছে। ক্যাম্পাসজুড়ে তাদের আটটি ডাস্টবিন বসানো হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহীদুল্লাহ কলা ভবনের সামনে স্থাপিত একটি ডাস্টবিনের উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এ সময় তিনি বলেন, ‘আবর্জনা যেমন পরিবেশকে দূষিত করে, তেমনই সাম্প্রদায়িকতা মানুষকে ও সমাজকে দূষিত করে। তাই এই দুইটাকে যদি ঝেড়ে ফেলি, তাহলে আমরা অসম্প্রদায়িক বাংলাদেশ গঠনের মাধ্যমে সব সময়ের জন্য পূর্নাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো।

এ সময় অন্যদের মধ্যে বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক আসাবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।