ঢাকা | মে ১৪, ২০২৫ - ৬:২৬ পূর্বাহ্ন

ট্রাক্টরের চাকার নিচে পড়ে চালকের মৃত্যু

  • আপডেট: Tuesday, April 19, 2022 - 10:28 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ইটভাটায় ট্রাক্টরের চাকার নিচে পড়ে চালক নিহত হয়েছেন। তার নাম সিরাজুল ইসলাম (৩৫)। মঙ্গলবার সকালে উপজেলার মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজুলের বাড়ি মোল্লাপাড়া গ্রামেই।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন জানান, ইটভাটা থেকে নিজের ট্রাক্টর চালিয়ে বের হওয়ার সময় সিরাজুল নিচে পড়ে যান। এতে চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ নিয়ে পরিবারের কোন অভিযোগ নেই। তাই আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS