ঢাকা | জানুয়ারী ১৯, ২০২৫ - ১২:১২ অপরাহ্ন

রাজশাহীর পাঁচ ফল ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট: Tuesday, April 19, 2022 - 10:49 pm

স্টাফ রিপোর্টার: মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে রাজশাহীর পাঁচটি ফলের দোকানিকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক হাসান-আল-মারুফ মঙ্গলবার এ অভিযান চালান।

এ সময় নগরীর ভদ্রা মোড়ের ‘ফল শাহি’ কে তিন হাজার টাকা, ‘লাভলি ফল ভাণ্ডার’কে পাঁচ হাজার টাকা, ‘ওয়াসিম ফল ভাণ্ডার’কে দুই হাজার টাকা ও ‘মিঠু ফল ভাণ্ডার’কে এক হাজার টাকা এবং শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর এলাকার ‘ঈশান ফল ভাণ্ডার’কে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা হাসান-আল-মারুফ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে পুলিশ সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।