ঢাকা | মে ২, ২০২৫ - ৭:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম

গোদাগাড়ীতে পিস্তল ম্যাগজিন গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট: Monday, April 18, 2022 - 9:51 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার কাছ থেকে তিনটি বিদেশী পিস্তল, সাতটি ম্যাগজিন ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল রোববার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটা গ্রামে এ অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তির নাম রবিউল ইসলাম (২৫)। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তাহেরপুর গ্রামে তাঁর বাড়ি। র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল জানান, তিনি অবৈধ আগ্নেয়াস্ত্র অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির জন্য নিজের কাছে রেখেছিলেন। তিনি একজন অস্ত্র কারবারি। দীর্ঘদিন ধরেই অস্ত্র কেনাবেচা করছিলেন তিনি।

র‌্যাব অধিনায়ক রিয়াজ শাহরিয়ার আরও জানান, এ ব্যাপারে রবিউলের বিরুদ্ধে রাতেই গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকেও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS