ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ৮:৩২ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, April 17, 2022 - 8:55 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দামকুড়া থানার উদ্যোগে বিট পুলিশ সভা অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি, মাদক নির্মূল, ইভটিজিং ও বাল্যবিবাহরোধ এবং সমসাময়িক বিভিন্ন সমস্যা সমাধানে সমাজের বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণী ও পেশার মানুষের সাথে শনিবার সকালে শিতলাই ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ সভার আয়োজন করা হয়।

সভায় স্থানীয়রা বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। পুলিশ এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেও কাজ করছে। যার কারণে সমাজের বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আছে। এ জন্য স্থানীয়রা পুলিশকে ধন্যবাদ জানান।

সভায় পুলিশের পক্ষ থেকে বক্তব্য দেন- আরএমপির সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা জোন) আরিফুল ইসলাম, দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম প্রমুখ।