ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৬:৪২ পূর্বাহ্ন

পোরশায় সীমান্ত থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

  • আপডেট: Sunday, April 17, 2022 - 10:49 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় আনুমানিক ৫০বছর বয়সের অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় ভারত বাংলাদেশ সীমান্তের ২৩০/৯(এস)/১৫ পিলারের বাংলাদেশের অভ্যন্তরে পারঘাটি নামক স্থানে চেয়ারম্যানের ড্রেনের উত্তর পাশে পূনর্ভবা নদীর কাছে ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি সেখানে ক্ষত-বিক্ষত অবস্থায় পড়ে ছিল।

থানা অফিসার ইনচার্জ জহুরুল হক জানান, শীতলী এলাকার একটি ইট ভাটার শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক থানায় জানালে অজ্ঞাত ওই লাশটি উদ্ধার করা হয়। এসময় লাশটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল।

পরনে পাঞ্জাবী ও লুঙ্গি ছিল। ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে দুর্বৃত্তরা তাকে অন্যত্র গলাকেটে মেরে ফেলে ওই স্থানে রেখে গেছে। এব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। লাশ রোববার ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।