ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ২:২৮ অপরাহ্ন

রাজশাহীতে হেরোইন ইয়াবাসহ গ্রেপ্তার ১

  • আপডেট: Saturday, April 16, 2022 - 9:15 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ৫১ গ্রাম হেরোইন ও ২০১ পিস ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর তেরোখাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বাবু (৩২)। নগরীর বোয়ালিয়া থানার বখতিয়ারবাদ এলাকায় তাঁর বাড়ি। নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবুর কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।