ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম

মায়ের উপর অভিমান করে কিশোরের আত্মহনন

  • আপডেট: Saturday, April 16, 2022 - 10:40 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে মায়ের উপর অভিমান করে গলায় উড়না পেঁচিয়ে ১১ বছর বয়সী কিশোর আত্মহত্যা করেছে বলে জানা গেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মহিদুল ইসলাম রাঙ্গার ছেলে দিসান ওরফে জিসান (১১)। শনিবার স্কুলে না গিয়ে বেলা ১২ দিকে মামাতো ভাই মেহেদীর (১২) সাথে খেলা করার সময় উভয়ে গন্ডগোল করছিলো।

এসময় মা মুসলিমা বেগম দিসানকে গালে থাপ্পড় মেরে বকাঝকা করেন। এরপর দিসান ও মেহেদী দুই জন দুই দিকে চলে যায়। এসময় মা মুসলিমা বেগম বাড়ীর সামনের বাগানে ছাগলকে ঘাস খাওয়ানোর কাজে ব্যস্ত ছিলেন ।

এর প্রায় আধা ঘন্টা পর বেলা সাড়ে ১২টার দিকে মা মুসলিমা বাড়ী ফিরে দেখেন তার ছেলে দিসান ঘরের বারান্দায় তীরের সাথে গলায় উড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। তাকে দ্রুত নামিয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দিসানকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লালপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শন করেন ।

এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ মোনোয়ারুজ্জামান জানান, ছেলেটির মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।