ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. জহুরুল সম্পাদক বেল্টু

  • আপডেট: Saturday, April 16, 2022 - 9:41 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের রাজশাহী শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ নির্বাচনে (২০২২-২৪) ডা. ডি. এম জহুরুল ইসলাম সভাপতি ও মো. রফিকুজ্জামান বেল্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, বার্ষিক সাধারণ সভা শেষে ২টা হতে বিকাল ৫টা পর্যন্ত ত্রিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরপর বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের তালিকা অনুযায়ী, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের রাজশাহী শাখার সভাপতি ডা. ডি. এম জহুরুল ইসলাম, সহ-সভাপতি লিয়াকত আলী, সহ-সভাপতি প্রদীপ মৃধা, সাধারণ সম্পাদক মো. রফিকুজ্জামান বেল্টু, সহ-সাধারণ সম্পাদক মো. শেরশাহ, কোষাধ্যক্ষ মো. জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রফেসর মো. ওয়াজেদ আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. মো. শাহীনুল হক মুন, নির্বাহী সদস্য প্রফেসর ডা. ফরিদা সুলতানা, মো. জসিম উদ্দীন মন্ডল, একেএম শওকত উদ্দীন, এম. শরীফ প্রমুখ।