ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট: Saturday, April 16, 2022 - 9:35 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর হোসেনীগঞ্জ এলাকার একটি ছাত্রীনিবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল মরদেহটি। শনিবার দুপুরে বোয়ালিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ওই শিক্ষার্থীর নাম সুরাইয়া খাতুন (১৬)। নওঁগার নিয়ামতপুর উপজেলায় তার বাড়ি। এএসসি পাসের পর নার্সিং কলেজে ভর্তির প্রস্তুতি নিতে সে রাজশাহী এসেছিল। এখানে কোচিং করত।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল। দরজা ভাঙার জন্য তারা ফায়ার সার্ভিসকে ডাকেন। পরে দরজা ভেঙে ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ওসি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হয়েছে। কিন্তু কেন এই আত্মহত্যা তা জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলাও হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।