ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৭:৪৯ পূর্বাহ্ন

বরিস জনসনের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

  • আপডেট: Saturday, April 16, 2022 - 4:32 pm

অনলাইন ডেস্ক: রাশিয়ায় প্রবেশে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। জনসন ছাড়াও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং ব্রিটেনের ১০ সরকারি কর্মকর্তা ও রাজনীতিকের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ সরকারের নজিরবিহীন বৈরী পদক্ষেপ, বিশেষ করে রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়ার পদক্ষেপের পাল্টায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তবে ব্রিটেনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার এই তালিকা শিগগিরই সম্প্রসারণ করা হবে বলে বিবৃতি হুশিয়ারি দেয়া হয়েছে।

সোনালী/জেআর