ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে আইডিইবি’র আলোচনা ও ইফতার

  • আপডেট: Friday, April 15, 2022 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রাজশাহী শাখার আয়োজনে সাংগঠনিক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আইডিইবি রাজশাহী শাখার কার্যালয়ে এসব অনুষ্ঠিত হয়।

আইডিইবি রাজশাহী শাখার সভাপতি প্রকৌশলী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। প্রধান আলোচক ছিলেন আইডিইবি কেনিক’র সাধারণ সম্পাদক প্রকৌশলী শামসুর রহমান।

আলোচনা সভায় আইডিইবি রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী মশিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নওশের আলী, কেনিক-আইডিইবি উপদেষ্টা প্রকৌশলী আব্দুল গফুর, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্টাডি ও রিসার্চ সেলের কো-চেয়ারম্যান ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ রাজশাহী জেলার সভাপতি তাজুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি কবির উদ্দিন, কেনিক যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী সাঈদ আহম্মদ সানি, সওজ ডিপ্রকৌস সভাপতি সৈয়দ মুন্তাসির হাফিজ, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, অর্থ সম্পাদক প্রকৌশলী আবু বাশির, প্রকৌশলী কামরুজ্জামান ও মেরাজুল আলমসহ অধ্যক্ষ রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট, অধ্যক্ষ মহিলা টিটিসি ও বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষবৃন্দ।