ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৫:৩৪ অপরাহ্ন

নিয়ামতপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেট: Friday, April 15, 2022 - 10:53 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, নিয়ামতপুর সরকারি কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, জেলা আওয়ামীলীগের সদস্য আবেদ হোসেন মিলন, আওয়মীলীগ নেতা সেলিম রেজা রিপনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিত্ব, ব্যবসায়ী, ইমাম প্রমূখ। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মাহবুব আলম।