সোনালী সংবাদ

বাগমারায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বাগমারা প্রতিনিধি: বাগমারায় দৌঁড়ে ব্রিজ পার হওয়ার সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম পলাশ উদ্দিন (২২)। সে গোয়ালকান্দি ইউনিয়নের কোনাবাড়ীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের একমাত্র ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পলাশ উদ্দিন বীরকুৎসা রেলওয়ে স্টেশন সংলগ্ন রেললাইনের উপর দিয়ে পায়ে হেঁটে পার্শ্ববর্তী আত্রাইয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তনগর দ্রুতযান ট্রেন আসতে দেখে তিনি দৌঁড় দিয়ে ওই স্টেশন সংলগ্ন শোলাকুরা ব্রিজের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পা পিছলে রেললাইনের উপর পড়ে গেলে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Exit mobile version