ঢাকা | জানুয়ারী ১৮, ২০২৫ - ৫:৩৭ পূর্বাহ্ন

বর্ণালী ডায়মন্ডের উদ্যোগে ইফতার মাহফিল

  • আপডেট: Friday, April 15, 2022 - 8:44 pm

স্টাফ রিপোর্টার: স্বেচ্ছাসেবী সংগঠন ‘বর্ণালী ডায়মন্ড (বিডি)’-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের অংশগ্রহণে শুক্রবার রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। ইফতারের আগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বর্ণালী ডায়মন্ডের সভাপতি মনিরুজ্জামান টিটো। পরিচালনা করেন সদস্য মাহাবুবুর রহমান। বক্তব্য দেন- সাধারণ সম্পাদক কেএএম সুলতানুল ইসলাম দিনার, সদস্য মুজাহিদুল ইসলাম, সাজেদুর রহমান সাজু প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের সহসভাপতি আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন প্রচার সম্পাদক আবু হেনা মোস্তফা কামালসহ অন্য সদস্যরা অংশ নেন।

বর্ণালী ডায়মন্ড ১৯৯০ সালে প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রাজশাহী নগরীর বর্ণালী মোড় এলাকার তরুণ শিক্ষার্থীরা সেটি প্রতিষ্ঠা করেন। সে সময় স্বেচ্ছাশ্রমে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হতো। পরবর্তীতে সংগঠনের সদস্যরা নিজ নিজ পেশায় ব্যস্ত হয়ে পড়লে এর কার্যক্রম স্থবির হয়। তবে করোনাকালে আবার মানুষের জন্য জেগে উঠেছে সংগঠনটি।