ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

দুর্গাপুরে বাইসাইকেল পেল ৬৪ গ্রাম পুলিশ

  • আপডেট: Friday, April 15, 2022 - 10:42 pm

দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কার্যালয় চত্বরে সাতটি ইউনিয়নের ৬৪ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ সাইকেল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ দুর্গাপুর পুঠিয়া আসনের সংসদ সসদ্য প্রফেসর ডা. মনসুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি শুভ দেবনাথ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, কিসমত গণকৈড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম প্রমুখ।

বাইসাইকেল পেয়ে কিসমত গণকৈড় ইউনিয়নের গ্রাম পুলিশ বুলবুল আহমেদ বলেন, এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।