ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ২:৪৪ অপরাহ্ন

রাজশাহীতে নববর্ষের শোভাযাত্রায় মুখোশ পরা নিষিদ্ধ

  • আপডেট: Wednesday, April 13, 2022 - 11:06 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বাংলা নববর্ষের শোভাযাত্রায় মুখোশ পরা নিষিদ্ধ করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে উন্মুক্ত স্থানের বর্ষবরণের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া কোভিড পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে ও মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান পবিত্র রমজানের পবিত্রতা বজায় রেখে নববর্ষের অনুষ্ঠান পালন করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতাবলে জনসাধারনের নিরাপত্তা, নগরবাসী ও যানবাহন আরোহীদের অসুবিধা এবং বিরক্তি দূরীকরণের উদ্দেশ্যে বর্ষবরণে গান-বাজনা, বাদ্যযন্ত্র, হর্ণ বাজানো, লাউড স্পীকার ব্যবহার এবং শোভাযাত্রা বা র‌্যালিতে মুখে মুখোশ ব্যবহার ও ভুভুজেলার মত বিরক্তির উদ্রেককারী বাঁশি নিষিদ্ধ করা হয়েছে।

অনুষ্ঠানস্থলে আগত জনসাধারণ কোনরূপ ব্যাগপ্যাক, হাতব্যাগ, লাইটার কিংবা ম্যাচ বহন করতে পারবেন না। আইন আমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ জানিয়েছে।