ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১০:৪৫ পূর্বাহ্ন

চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলে চাকরি হারাতে হবে: ডিআইজি

  • আপডেট: Wednesday, April 13, 2022 - 11:01 pm

স্টাফ রিপোর্টার: পুলিশের কোন সদস্য সেটা ট্রাফিকের হোক আর ট্রাফিকের বাহিরে হোক যদি কারও বিরুদ্ধে গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হয় তবে সে নিশ্চিত চাকরি হারাবে বলে মন্তব্য করেছেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন।

বুধবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিক ও পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন জেলা পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

তিনি বলেন, পুলিশকে বেতন দেওয়া হয় গাড়ি এবং রাস্তাঘাট দেখভালের জন্য, চাঁদা তোলার জন্য নয়। সড়কে পুলিশ সদস্য চাঁদাবাজি করলে সরকারি পরিসেবা ৯৯৯ অথবা রাজশাহী জেলা পুলিশের ০১৩২০১২২৪৯৮ হট নম্বরে ফোন করার আহ্বান জানিয়েছেন তিনি।

মতবিনিময় সভায় মালিক-শ্রমিক নেতাদের অভিযোগ ও পরামর্শ গ্রহণ করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত ডিআইজি মোজাহিদুল ইসলাম, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম প্রমুখ।