ঢাকা | মে ১৩, ২০২৫ - ১১:৫৩ অপরাহ্ন

মৃত্যু নেই, শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ

  • আপডেট: Wednesday, April 13, 2022 - 8:30 pm

 

অনলাইন ডেস্ক: গত একদিনে সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩১ জন। নতুন শনাক্ত নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১৬২ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ।

এসময়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ১২৪ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ৮৭৯ জন।

একদিনে ৫ হাজার ৩৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৩৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৪ শতাংশ।

Hi-performance fast WordPress hosting by FireVPS