ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ৯:০৪ অপরাহ্ন

রাজশাহী নগর পুলিশের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার

  • আপডেট: Tuesday, April 12, 2022 - 10:36 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আরএমপি পুলিশ লাইন্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বগত বক্তব্য দেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। পরে দোয়া মাহফিল শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ সেখানে ইফতার করেন।

ইফতারে অংশ নেন রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, জেলা প্রশাসক আবদুল জলিল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার প্রমুখ।

এ ছাড়াও ইফতারে রাজশাহীর বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, পুলিশসহ অন্যান্য সরকারী কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।