ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৮:২৫ পূর্বাহ্ন

রাজশাহীতে মাদকসহ পাঁচজন গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, April 12, 2022 - 10:10 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মাদকদ্রব্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) দুটি দল আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা বড়ি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে।

গ্রেপ্তার পাঁচজন হলেন- নগরীর শিরোইল কলোনীর বাসিন্দা শাহীন আহমেদ (২৭), শিরোইল কাঁচাবাজারের হৃদয় ইসলাম (২৭), ছোটবনগ্রাম এলাকার মো. রাজিব (৩৫), জেলার বাগমারা উপজেলার হাটনামদাশ গ্রামের আফজাল হোসেন (৩৭) এবং পবা উপজেলার বায়া বারইপাড়া এলাকার রাজিব হোসেন (২৮)।

নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, শাহীন আহমেদকে তার বাড়ির সামনে থেকে ৫০ পিস ইয়াবা বড়ি ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

অন্য চারজনকে ২০০ পিস ইয়াবা বড়িসহ সাহেববাজার মনিচত্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে এই পাঁচজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আলাদা দুটি মামলা করা হয়েছে।