ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৯:০০ পূর্বাহ্ন

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

  • আপডেট: Tuesday, April 12, 2022 - 10:13 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রায় দুই কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয়।

বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল জলিল।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা।

অনুষ্ঠানে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৬ জনের হাতে ভূমি অধিগ্রহণের চেক তুলে দেওয়া হয়।