ঢাকা | মে ১৩, ২০২৫ - ৩:৩৭ পূর্বাহ্ন

বাগমারায় অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

  • আপডেট: Tuesday, April 12, 2022 - 10:39 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে ২টি অবৈধ ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে বাগমারা উপজেলার বাইগাছা ও গাঙ্গোপাড়া এলাকার ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

রাজশাহী পরিবেশ অধিদফতরের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্বে দেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহরাব হোসেন। এসময় পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক কবির হোসেন উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহরাব হোসেন জানান, এই অভিযানে বাঘমারা উপজেলার বাইগাছা ও গাঙ্গোপাড়া এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী লাইসেন্স না থাকা এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করে পরিবেশের ক্ষতিসাধন করায় ২টি ইট ভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও ২টি ইট ভাটার অনুমোদনহীন অবৈধ ড্রাম চিমনি অপসারণ করা হয়। এছাড়াও অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Hi-performance fast WordPress hosting by FireVPS