ঢাকা | মে ২০, ২০২৪ - ১:২২ পূর্বাহ্ন

ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু বাড়িতে হামলা-ভাঙচুর

  • আপডেট: Tuesday, April 12, 2022 - 2:32 pm

অনলাইন ডেস্ক: বাগেরহাটের মোরেলগঞ্জে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু তরুণের বাড়িতে হামলা-ভাঙচুর করেছে স্থানীয়রা। সোমবার রাত ১০টার দিকে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের আমরবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ওই ঘটনার পর ২৩ বছর বয়সী কৌশিক বিশ্বাসকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে। অভিযান চলছে।

আটক কৌশিক বিশ্বাস মোরেলগঞ্জ উপজেলার আমরবুনিয়া গ্রামের রমনী বিশ্বাসের ছেলে।

তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম অবমাননা করে পোস্ট দেওয়া হয়েছে বলে হামলাকারীদের অভিযোগ।

মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি মীমাংসার জন্য সোমবার সাবেক ইউপি সদস্য আব্দুর মালেক গাজী ও স্থানীয় লোকজন নিয়ে বৈঠক হয়। ওই বৈঠককে সেই যুবক পোস্টের জন্য ক্ষমা চাইলে বিষয়টি মিটমাট হয়ে যায়। কিন্তু রাতে একদল লোক ওই যুবকের ‘দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ মিছিল নিয়ে তার বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে।

তার বাড়ি ভাঙচুর ও একটি খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।

পুলিশ সুপার আরিফুল হক বলেন, ‘ওই যুবকের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি মন্দিরও ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে আটক করে।’

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তবে নতুন কোনো বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

সোনালী/জেআর