লালপুরে ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু
		লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে দুয়ারিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের লাঠির আঘাতে দিনমজুর ভাইয়ের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দক্ষিণ ডাঙাপাড়া গ্রামের মরহুম তাছের উদ্দিনের চার সন্তান। বাবার রেখে যাওয়া জমি নিয়ে ভাইদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
তারই জের ধরে মঙ্গলবার দুপুর ২দিকে মেজ ভাই রাজ্জাকের সাথে ছোট ভাই সাজদার রহমানের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজ্জাক এর লাঠির আঘাতে দিনমজুর সাজদার (৫৫) পড়ে যায়। আহত সাজদারকে স্বজনরা দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ মোনোয়ারুজ্জামান জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।











