ঢাকা | অক্টোবর ৮, ২০২৪ - ৩:১০ পূর্বাহ্ন

তিন রডের দোকানকে ৩৩ হাজার টাকা জরিমানা

  • আপডেট: Tuesday, April 12, 2022 - 10:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর তিনটি রডের দোকানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর হড়গ্রাম বাজার, কোর্ট স্টেশন বাজার ও স্ট্রেডিয়াম মার্কেটে এ অভিযান চালায় ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয়।

অভিযানে মূল্য তালিকা না থাকায় কোর্ট হড়গ্রাম বাজারের ‘রওশন ট্রেডার্স’কে ৮ হাজার টাকা, স্টেডিয়াম মার্কেটের ‘পাবনা আয়রন স্টোর’কে ২০ হাজার টাকা এবং ‘আহম্মদ হার্ডওয়ার’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় এই ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, রডের দামও বেড়েছে। কিন্তু নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।