ঢাকা | জানুয়ারী ৪, ২০২৫ - ৭:৫১ পূর্বাহ্ন

দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • আপডেট: Monday, April 11, 2022 - 9:40 pm

 

দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় নয়ন হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ঝালুকা ইউনিয়নের বর্ধনপুর মোড়ে নসিমন মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান নয়ন।

তিনি বর্ধনপুর গ্রামের আলতাফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কলা বহনকারী এক নসিমন গাড়ী আমগাছী বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় নয়ন বিপরীত দিক থেকে মোটরসাইকেল নিয়ে আসার পথে বর্ধনপুর মোড়ে পৌছালে নসিমন মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নয়ন মারা যান।

জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাশমত আলী জানান, উপজেলার বর্ধনপুর গ্রামে সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।