ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৫:২১ অপরাহ্ন

দিনে ৪ ঘণ্টা কারখানায় গ্যাস বন্ধ রাখার নির্দেশ

  • আপডেট: Monday, April 11, 2022 - 8:52 pm

 

অনলাইন ডেস্ক: গ্যাসের ঘাটতি সামলাতে রোজার মাসে শিল্প কারখানায় প্রতিদিন চার ঘণ্টা গ্যাস ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সোমবার বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, মঙ্গলবার থেকে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্প কারখানায় গ্যাস ব্যবহার বন্ধ রাখতে হবে। এই নিয়ম কার্যকর থাকবে ১৫ দিন। একইসাথে বিতরণ কোম্পানিগুলোকে বিষয়টি তদারকি করতে বলা হয়েছে।

রোজার মাসে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে এর আগে বিকাল ৫টা থেকে রাত ১১টা, অর্থাৎ প্রতিদিন ৬ ঘণ্টা সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। ঈদ-উল-ফিতর পর্যন্ত ওই নির্দেশনা বলবৎ থাকবে।